টেট উত্তীর্ণদের উপর হামলার প্রতিবাদে বিজেপির রাস্তা অবরোধ ও প্রতিবাদ সভা

author-image
Harmeet
New Update
টেট উত্তীর্ণদের উপর হামলার প্রতিবাদে বিজেপির রাস্তা অবরোধ ও প্রতিবাদ সভা

হরি ঘোষ, লাউদোহা : বৃহস্পতিবার গভীর রাতে টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার বেলা ১২ টায় লাউদোহার সরপি উখড়া রাস্তা অবরোধ ও প্রতিবাদ সভা করল বিজেপি ।
উল্লেখ্য, ২০১৪ ও ২০১৭ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকুরী প্রার্থীরা সরাসরি শিক্ষক পদে নিয়োগের দাবিতে মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করেছে করুণাময়ীতে পর্ষদের দফতরের সামনে। সেখানে ১৪৪ ধারা আগেই জারি করেছে রাজ্য সরকার। সেখানে কোনও আন্দোলন সংঘটিত করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।




 বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। আন্দোলনকারীরা অনড় থাকায় তাদের সরাতে বল প্রয়োগ করে পুলি । এতে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম ও অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শনিবার পাণ্ডবেশ্বর বিধান সভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোড়ে লাউদোহা উখড়া রাস্তা অবরোধ করে রাজ্য সরকার তথা রাজ্য পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় বিজেপি।এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি দিলীপ দে, অভিজিৎ দত্ত,ছিলেন পাণ্ডবেশ্বের বিজেপির আহ্বায়ক রূপক পাঁজা, পলাশ রায় চৌধুরী ও বিজেপির কর্মী সমর্থকরা।