নিজস্ব সংবাদদাতাঃ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন ক্রিস্টিয়ানো একজন ভক্ত। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে শাস্তি পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। চেলসির বিরুদ্ধে দলেই রাখা হয়নি তাঁকে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের সিদ্ধান্তে একেবারেই খুশি নন কেভিন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, "আমি এমন কোনো ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে চাই না, যার ম্যানেজার একজন ভাঁড় এবং যিনি আমাদের সময়ের সেরা ফুটবলারকে পুরো অসম্মান করেছেন।"