দিগ্বিজয় মাহালী, পূ্ব মেদিনীপুর : আলোর উৎসব দীপাবলির আবহে আবহাওয়া দফতর দুর্যোগের সিঁদুরে মেঘ দেখছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের চোখ রাঙানি বাংলার আকাশে। দুর্যোগ মানেই সবথেকে ভোগান্তি উপকূলের জেলার। সিত্রাং মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। ইতিমধ্যেই একাধিক কমিটি গঠন করেছে তারা। প্রস্তুত রাখা হচ্ছে এনডিআরঅফ, এসডিআরএফ। শনিবার থেকেই খুলে দেওয়া হচ্ছে একাধিক কন্ট্রোল রুম। এখনও অবধি হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে সিত্রাং সুপার সাইক্লোনের রূপ নেওয়ার সম্ভাবনা কম।
পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় মাইকিং করার পাশাপাশি এনডিআরএফকে কাজে লাগিয়ে উপকূল এলাকার মানুষজন ও মৎস্যজীবীদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। জেলায় এনডিআরএফের তিনটি টিম থাকবে। তারা থাকবে দিঘা, মন্দারমণি ও হলদিয়াতে। এসডিআরএফের দু’টি টিম থাকবে দেশপ্রাণ ব্লক, পেটুয়াঘাট ও নন্দীগ্রাম-১ ব্লকে।