নিজস্ব সংবাদদাতাঃ সামাজিক মাধ্যমে ক্লাবের ইতিহাসকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। প্রথমবার ডুরান্ড কাপ জয়ের কথা ক্লাবের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে। আজকের দিনেই, ১৯৫১ সালে প্রথমবার ডুরান্ড খেতাব জিতেছিল লাল হলুদ ব্রিগেড। রাজস্থান ক্লাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে স্কোরলাইন ছিল ১-১। পরের ম্যাচে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল।