শেষ হলো কমিউনিস্ট পার্টির কংগ্রেস, ক্ষমতা আরও পোক্ত শি

author-image
Harmeet
New Update
শেষ হলো কমিউনিস্ট পার্টির কংগ্রেস, ক্ষমতা আরও পোক্ত শি

নিজস্ব সংবাদদাতাঃ চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস আজ শনিবার সম্পন্ন হয়েছে। এতে পার্টির বর্তমান সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা বাড়িয়ে সংশোধিত দলীয় গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি পাঁচ বছরে একবার এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, পার্টির নতুন কেন্দ্রীয় কমিটিও প্রকাশ করা হয়েছে। এতে শি'র সঙ্গে ঘনিষ্ঠতা নেই, এমন দুই নেতাকে বাদ দেওয়া হয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়নি প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ওয়াং ইয়াংকে। বিশ্লেষকেরা বলছেন, পরবর্তী পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে শি'র ঘনিষ্ঠরা যে জায়গা পাচ্ছেন, এটা তারই ইঙ্গিত। আগামীকাল রবিবার দুপুরে এই কমিটি ঘোষণার কথা রয়েছে।​