রুশ ‘কামিকাজে ড্রোনে’র জবাব দিতে তৈরি ইউক্রেন

author-image
Harmeet
New Update
রুশ ‘কামিকাজে ড্রোনে’র জবাব দিতে তৈরি ইউক্রেন

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে ত্রাস সৃষ্টি করছে রাশিয়ার ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন। কয়েকদিন আগেই কিয়েভ-সহ একাধিক শহরের বুকে আকাশ থেকে মৃত্যুদূতের মতো ঝাঁকে ঝাঁকে নেমে আসে বিস্ফোরক ঠাসা চালকবিহীন উড়ন্ত যানগুলো। প্রাণ হারান অনেকেই। তাই এবার রুশ ফৌজকে পাল্টা মার দিতে প্রস্তুত ইউক্রেনীয় সেনা। গোপনে একটি অত্যাধুনিক অস্ত্রও তৈরি করেছে তারা।



সূত্রের খবর, রুশ ড্রোনের পাল্টা এবার নিজস্ব আত্মঘাতী ড্রোন বাহিনী প্রায় তৈরি করে ফেলেছে ইউক্রেন। এই নয়া ড্রোন ১ হাজার কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে সক্ষম। প্রায় ৭৫ কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে উড়তে সক্ষম এই যানগুলো। ফলে রুশ ভূখণ্ডের একটি বড় অংশ ইউক্রেনের অস্ত্রের আওতায় চলে আসবে। ইউক্রেনীয় অস্ত্রনির্মাণকারী সংস্থা ‘Ukroboronprom’ জানিয়েছে, ড্রোন তৈরি কাজ প্রায় শেষ। কয়েকদিনের মধ্যেই তা সেনাবাহিনীর হাতে চলে আসবে।