নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হল গ্রামবাসীর। আজ ভোরে বৈকন্ঠপুর জঙ্গলের কাছে দেউনিয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। হাতির পাল জঙ্গলে ফিরলেও গ্রামের অদূরেই রয়েছে বলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস বনদপ্তরের। সূত্রে খবর, জলপাইগুড়ির বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের দেউনিয়া পাড়ার দীর্ঘদিনের বাসিন্দা নীলকান্ত ওঁরাও। শুক্রবার রাতে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন তিনি। শনিবার ভোরের দিকে একটি দাঁতাল বাড়িতে ঢুকে পড়ে। বৃদ্ধকে পিষে মারে। স্থানীয় বাসিন্দারা দেখতে পান নীলকান্তবাবুর বাড়ি ভেঙে গিয়েছে। আর ওই ভাঙা বাড়িতে পড়ে রয়েছে বৃদ্ধের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মী ও পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতের পরিবারের পাশে বনদপ্তর। মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের এক সদস্যের চাকরির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস বনদপ্তরের।