নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী ২৪ ও ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২৪ অক্টোবর দুই ২৪ পরগনা, নদীয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৪ অক্টোবর সর্বোচ্চ ৬৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।