নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, শস্যের চালান বিলম্বিত করে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতিকে প্রকট করে তুলছে মস্কো। শত্রুরা আমাদের খাদ্য রফতানি কমিয়ে আনতে সব চেষ্টায় করছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার দিবাগত রাতের ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের শস্য রফতানিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে বলেন, 'আমি বিশ্বাস করি রাশিয়া ইচ্ছাকৃতভাবে খাদ্য সংকটকে আরও গভীর করে তুলছে। যা চলতি বছরের শুরুর দিকে করেছিল। রাশিয়ার কারণে অনেক জাহাজ ইউক্রেন থেকে ছেড়ে যেতে বিলম্ব হচ্ছে।'