নিজস্ব সংবাদদাতাঃ দীপাবলি মিটতেই বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছেন সকলে। এ বার ২৫ অক্টোবর দীপাবলির ঠিক পরেই হবে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণে সুতাক পর্ব শুরু হয় ১২ ঘণ্টা আগে।
সেই কারণে ২৬ অক্টোবর পালিত হবে গোবর্ধন পুজো। এ বছর তুলা রাশিতে সূর্যগ্রহণ রয়েছে। বিভিন্ন রাশির উপর প্রভাব নিম্নরূপ হবে। মেষঃ নারী ব্যথা, বৃষঃ সৌন্দর্য, মিথুনঃ উদ্বেগ, কর্কটঃ যন্ত্রণা, সিংহঃ শ্রীপ্রপ্তি, কন্যাঃ ক্ষতি, তুলাঃ অ্যামবুশ, বৃশ্চিকঃ ক্ষতি, ধনুঃ লাভ, মকরঃ সুখ, কুম্ভঃ মননাশ, মীনঃ মৃত্যুর মতো কষ্ট।