নিজস্ব সংবাদদাতাঃ শেষ হয়েছে চলতি টি২০ বিশ্বকাপের প্রথম পর্ব। প্রথমে পর্বে রানের শীর্ষে রয়েছেন সিকান্দার রাজা। সবথেকে বেশি রান করার নজির গড়েছেন তিনি। প্রথম রাউন্ডে ১৩৬ রান করেছেন জিম্বাবোয়ের এই তারকা ক্রিকেটার। রান করার পাশাপাশি দলের প্রয়োজনে উইকেটও নিয়েছেন তিনি। রাজার পর প্রথম রাউন্ডে সবথেকে বেশি রান করা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নেদারল্যান্ডসের এম ও'দড, তৃতীয় স্থানে রয়েছেন স্কটল্যান্ডের মুনসে।