মুসোলিনির পর মেলোনিই প্রথম কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
মুসোলিনির পর মেলোনিই প্রথম কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ কট্টর ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জিয়া মেলোনিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। ইতালির প্রেসিডেন্ট সেরজিও মাতারেলা তাঁকে সরকার গড়ার জন্য আহ্বান জানিয়েছেন। এর ফলে ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নেতা বেনিতো মুসোলিনির পর মেলোনিই হতে যাচ্ছেন দেশটির প্রথম কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী। গতকাল শুক্রবার বিকেলে ইতালির প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের আমন্ত্রণ পেয়েছেন মেলোনি। আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। ইতালির প্রেসিডেন্টের সঙ্গে মেলোনির ১১ মিনিটের বৈঠকের সময় বের্লুসকোনি ও সালভিনিও উপস্থিত ছিলেন। অবশ্য সম্প্রতি বের্লুসকোনির কিছু মন্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা প্রকাশের পরই নানা আলোচনা শুরু হয়। মেলোনি অবশ্য ইতালির পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন, ইউক্রেন প্রশ্নে তাঁর অবস্থানের কোনো পরিবর্তন হবে না।