আজ কর্মসংস্থান মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

author-image
Harmeet
New Update
আজ কর্মসংস্থান মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

নিজস্ব সংবাদদাতাঃ  দীপাবলির আগে দেশে রোজগার মেলা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ লক্ষ চাকরির নিয়োগ প্রক্রিয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে আজকের অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ৭৫ হাজার নির্বাচিত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও দফতরে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। সারা দেশে বেকারত্ব বৃদ্ধির অভিযোগে যখন সরব বিরোধীরা তখন দীপাবলির আগে প্রায় ধামাকা নিয়ে হাজির মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ১০ লাখ নিয়োগের অভিযান শুরু করবেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘রোজগার মেলা’। ধনতেরসের শুভলগ্ন আসার আগে ঘরে ধনলক্ষ্মী আসার ইঙ্গিত মোদি সরকারের। প্রধানমন্ত্রী ৭৫ হাজার জনের হাতে কাজের নিয়োগপত্র তুলে দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তরুণদের উদ্দেশে ভাষণও দেবেন শনিবার।


প্রধানমন্ত্রী অফিসের তরফে জানানো হয়েছে, দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের বিরাট সুযোগ আনছে মোদি সরকার। বহু যুবক-যুবতীকে কাজের সুযোগ দেওয়াই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য। সেই সঙ্গে নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদির তরফে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।