নিজস্ব সংবাদদাতা : কলকাতায় ভোটপরবর্তী সন্ত্রাসের বলি হয়েছিলেন কাকুঁড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তার ভাই বিশ্বজিৎ সরকারের কালীপুজো নিবন্ধিত হতে চলেছে সরকারি পোর্টালে। রাজ্য সরকারের আসান পোর্টালে বিশ্বজিৎ সরকারের কালীপুজোকে নিবন্ধিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি লপিতা ব্যানার্জি। এই ঘটনায় পুলিশের ভূমিকার নিন্দা করেছে আদালত।
আদালত তার নির্দেশে বলেছে যে আদালতের দৃষ্টিভঙ্গি, স্থানীয় পুলিশ স্টেশন <নারকেলডাঙ্গা থানা> দ্বারা গত ২০ অক্টোবরের আদেশ বিবেচনা না করেই তুচ্ছ আপত্তি তোলা হয়েছে। আধিকারিক, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আবেদনকারীদের অনুমতি প্রদানের উদ্দেশ্যে এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদানের উদ্দেশ্যে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও বাধা ছাড়াই অনুষ্ঠিত হতে পারে কালী পুজো। পূজার নিবন্ধন এবং ‘আসান পোর্টাল’ রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই পূজার নিবন্ধনের জন্য স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় সহায়তা করার জন্য।