নিজস্ব সংবাদদাতাঃ ফের মেক ইন ইন্ডিয়ার মুকুটে এক নয়া পালক জুড়তে চলেছে। আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন ই-রুপি ডিজিটাল পেমেন্ট পরিষেবার। ক্যাশলেস ও কন্টাক্টলেস পেমেন্ট-এর জন্য আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে দেশ। ই-রুপির মাধ্যমে আরও সহজে অনলাইনে আর্থিক লেনদেন করা যাবে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ই-রুপির মাধ্যমে সরকার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ আরও এক ধাপ বৃদ্ধি পাবে। এই পরিষেবায় সুরক্ষিতভাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে টাকা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।”