নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৯ অক্টোবর কলকাতা ডার্বি। ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহন বাগান এবং ইস্টবেঙ্গল এফসি। ডার্বির আগে দুই দলই বড় ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। শুক্রবার বাগানের পক্ষ থেকে জানানো হয়েছে ফেস ওয়ানের সমস্ত টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ফেস টুয়ের জন্য কিছু টিকিট ছাড়া হয়েছে। সমর্থকদের তা দ্রুত সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়েছে।