নিজস্ব সংবাদদাতাঃ রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ। তার আগে হাসপাতালে নিয়ে যেতে হল পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যানকে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলন করার সময় চোট পেয়েছেন শান মাসুদ। আঘাত পাওয়ার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুক্রবার এমসিজি-তে একটি অনুশীলন সেশনের সময় মাসুদের মাথার ডান পাশে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। কোনওরকম ঝুঁকি না নিয়ে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে।