নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সকালটা সুন্দর কেটেছে আয়ারল্যান্ডের সমর্থকদের। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার ১২-তে চলে গিয়েছে তারা। সুপার ১২ পর্বে ফাঁকা ছিল আরও একটা জায়গা। শূন্যস্থান পূরণ করল জিম্বাবোয়ে। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়ে চলতি আইসিসি টি২০ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গিয়েছে জিম্বাবোয়ে। স্কটল্যান্ডের বিরুদ্ধে অনায়াসে জয় পেয়েছে তারা। আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার ১২-এর পর্ব।