নিজস্ব প্রতিনিধি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আন্তর্জাতিক মানের বিমানবন্দর প্রাপ্তির মাধ্যমে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় এক দিগন্ত উন্মোচিত হয়েছিল।আজ ফের নতুন পালক জুড়লো, আগরতলার এমবিবি বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা "আকাশা এয়ার" -এর যাত্রী পরিষেবার উদ্বোধনের মাধ্যমে, এ যাত্রায় নতুন এক মাইলফলকের রচনা হয়েছে।
নতুন এই ১৮৯ আসন বিশিষ্ট বিমানটি প্রতিদিন ব্যাঙ্গালুরু থেকে যাত্রা শুরু করবে, গুয়াহাটি হয়ে আগরতলায় পৌঁছবে এবং আগরতলা থেকে সরাসরি ব্যাঙ্গালুরুতে পৌঁছুবে বলে জানা গেছে।মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান,'এতে বিমান যাত্রীরা উপকৃত হবে পাশাপাশি, দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের ফলে রাজ্যের অর্থনৈতিক কাঠামো আরও সমৃদ্ধ হবে বলে আমি আশাবাদী।'