নিজস্ব সংবাদদাতাঃ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হতে পারে। আছড়ে পড়তে পারে সাইক্লোন সিত্রাং। এমন আশঙ্কা তৈরি হওয়ার পরই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে প্রস্তুতি। শুক্রবার আসন্ন দুর্যোগ নিয়ে কলকাতা পুরনিগমে উচ্চ পর্যায়ে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিপজ্জনক বাড়িগুলো ফাঁকা করে বাসিন্দাদের কমিউনিটি হলে সরিয়ে নিয়ে যাওয়া হবে। পুরনিগমের আধিকারিকদের তিনি নির্দেশ দেন, কমিউনিটি হলগুলোতে পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা রাখতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের এ ব্যাপারে সক্রিয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে বাসিন্দাদের জন্য খাবারের ব্যবস্থাও করতে হবে।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা অবলম্বন করতে ইতিমধ্যে বরো পর্যায়ে নির্দেশ চলে গিয়েছে। প্রত্যেকটি কমিউনিটি হল খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাইকিং করা হবে এলাকায় এলাকায়। ওসিদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মেয়র। এছাড়া বিপর্যয় মোকাবিলার সঙ্গে সম্পর্কযুক্ত সবকটি বিভাগের আধিকারিকদের এবং কর্মীদের সব ছুটি বাতিল করার নির্দেশও দেওয়া হয়েছে। বৈঠকে মেয়র নির্দেশ দিয়েছে সমস্ত পাম্পিং স্টেশন চালু রাখতে হবে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারেও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র স্পষ্ট ভাষায় সিইএসসিকে জানান, যে সব এলাকায় বিদ্যুৎ চুরির প্রবণতা সব থেকে বেশি, সেই সব অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে আগে থেকেই।