নিজস্ব সংবাদদাতাঃ টেট প্রার্থীদের আন্দোলনের জেরে থমথমে করুণাময়ী। রাতের অন্ধকারে তাঁদের ওপর পুলিশের আঘাত নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বাম, কংগ্রেস, বিজেপি। চাকরি প্রার্থীদের ওপর হামলা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি টুইট করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি চুরি করেছেন, সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করেছেন এবং যোগ্য চাকরি প্রার্থীরা প্রতিবাদ করছেন তখন তৃণমূল নেত্রী তাঁদের উৎখাত করার চেষ্টা করছেন। তিনি নিজে একটি বিশাল নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন।'