সামান্য কথায় ভেঙে যায় বহু বছরের বন্ধুত্ব!

author-image
Harmeet
New Update
সামান্য কথায় ভেঙে যায় বহু বছরের বন্ধুত্ব!

নিজস্ব সংবাদদাতাঃ সামান্য ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে যায় অনেক বন্ধুত্ব। যারা সারা জীবন সুখে দুঃখে পাশে থাকবে বলে কথা দেয়; তারাই এক সময় নিজের বন্ধুকে ভুল বুঝে তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করে নেয়। কখনও  মিথ্যে কথা বলে কখনও কথা গোপন করে আবার কখনও অসম কথা বলে নিজের সত্যিকারের বন্ধুকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়।

 কিছু ঘটনা এমনও ঘটে যা কথা বলেও মিটিয়ে নেওয়া যায়। কিন্তু আমরা তা না করে রাগে অভিমানে কাছের মানুষকে দূরে সরিয়ে রাখি। যা কখনই করা উচিত না। বন্ধুত্বের মধ্যে কখনও ছোটো, বড়ো,অহং এই ব্যাপারগুলি আসাই উচিৎ না। যা কথা বলে সমাধান করা যায়, তা সমাধান করার চেষ্টা করা উচিৎ। ভালোবাসা বাজায় রাখা উচিৎ। আর সবথেকে বড়ো কথা হল বন্ধুত্বের মধ্যে চতুর্থ ব্যক্তিকে প্রবেশ করানো উচিৎ না। মারামারি, ঝগড়াঝাঁটি যা হবে তা যেন নিজেদের মধ্যে হয় চতুর্থ ব্যাক্তি যেন প্রবেশ না করেন।