নিজস্ব সংবাদদাতা : ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের জন্য মুম্বাইতে ১৪৪ ধারা জারি থাকবে বলে খবর পুলিশ সূত্রে।পুলিশ আদেশে বলা হয়েছে,হরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিশৃঙ্খলা হতে পারে এমন বিভিন্ন সংস্থার ইনপুট বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৪৪ ধারা পাবলিক স্পেসে পাঁচ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করে। মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। পাঁচ জনের বেশি লোকের জনসমাগম নিষিদ্ধ করার পাশাপাশি, আদেশে আরও বলা হয়েছে যে রাজধানীতে মিছিল এবং আতশবাজি ফাটানো নিষিদ্ধ করা হবে।মিছিলে লাউডস্পিকার এবং মিউজিক ব্যান্ডের ব্যবহারও শহরে অনুমোদিত হবে না।তবে নগর পুলিশ বিয়ের অনুষ্ঠান ও শেষকৃত্য অনুষ্ঠানে জমায়েতকে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিয়েছে।