নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অধিকৃত অঞ্চলটির রুশপন্থি কর্মকর্তারা। মস্কো-সমর্থিত লুহানস্ক পিপলস রিপাবলিক জয়েন্ট সেন্টার ফর কন্ট্রোল অ্যান্ড কো-অর্ডিনেশন (জেসিসিসি) দাবি করেছে যে আমেরিকান হিমারস মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালিয়েছে।
জেসিসিসি জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারের হামলায় লিসিচানস্ক, ব্রায়ানকা, ট্রইটস্ক, রুবিজানে, চেরভনি প্রপোর এবং ব্রায়ানকার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন চেরভোনি প্রপোরের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মী।