নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। মাঠে বলার গড়ানোর আগে চলছে বিশ্লেষণ। নজরে থাকবে কিছু টুকরো টুকরো ডুয়েল। যেমন শাহিন আফ্রিদি বনাম লোকেশ রাহুল এবং শাহিন আফ্রিদি বনাম রোহিত শর্মার ডুয়েল।
পাকিস্তানের তুরুপের তাস হতে উঠতে পারেন আফ্রিদি। দু'দিকেই বল সুইং করাতে পারেন। ইন সুইং ডেলিভারির বিরুদ্ধে দুর্বলতা রয়েছে রোহিতের। অন্যদিকে লোকেশের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। উক্ত তিন ক্রিকেটার ফর্মে থাকলে আরও উত্তেজক হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।