সুদানে জাতিগত সংঘর্ষের জেরে নিহত ১৫০

author-image
Harmeet
New Update
সুদানে জাতিগত সংঘর্ষের জেরে নিহত ১৫০

নিজস্ব সংবাদদাতাঃ আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে জাতিগত সংঘর্ষে দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ১৫০ জন নিহত হয়েছে। গত সপ্তাহে হাউসা এবং তার প্রতিদ্বন্দ্বী জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘাত ছড়িয়ে পড়ে। রাজধানী খার্তুম থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে রোজারেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকাকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে।



ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, 'বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জনের মৃত্যু হয়েছে। সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।' সংঘাতের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।