নিজস্ব সংবাদদাতা : দিল্লির পর দূষণ নিয়ন্ত্রণে হরিয়ানাতেও নিষেধাজ্ঞা জারি হল বাজির ওপর। পরিবেশ বান্ধব সবুজ বাজি ছাড়া সব ধরনের আতশবাজি তৈরির ওপর ও তার ব্যবহারে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, এই দীপাবলিতে রাজ্যে শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর অনুমতি দেওয়া হবে।অন্যান্য ধরনের আতশবাজিগুলি অত্যন্ত বিষাক্ত গ্যাস এবং দূষক তৈরি করে যা বায়ুকে বিষাক্ত করে, তাই শুধুমাত্র সবুজ বাজি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে সরকারি বিবৃতিতে।