নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ আজ ২১ শে অক্টোবর, পুলিশ স্মৃতিরক্ষা দিবস। আজকের দিনটিতে শহীদ পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্তব্য পালন করতে গিয়ে যাঁরা আত্ম বলিদান দিয়েছেন, এমন সাহসী পুলিশ কর্মীদের এই দিনটিতে স্মরণ করা হয়। তাই আজ সকালে, শহীদ পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঁকুড়া জেলার পুলিশ লাইন্সে পালন করা হল পুলিশ স্মৃতিরক্ষা দিবস।
উল্লেখ্য, ১৯৫৯ সালের ২১ শে অক্টোবর লাদাখে ভারতীয় সিআরপিএফ জওয়ানদের ওপর চিনা বাহিনীর আকস্মিক আক্রমণে ১০ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করে আজকের এই দিনে দেশের সর্বত্র একযোগে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।