সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ করোনা আবহে সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে স্কুলে চলছিল পঠন পাঠন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের এক বেসরকারি স্কুলে। শেষ পর্যন্ত বি.ডি.ও প্রশান্ত বর্মনের তৎপরতায় বন্ধ করাহয় স্কুল। ছাত্ররা যখন ক্লাস করছিলেন তখনই হাজির হয় বি.ডি.ও। তখনই সমস্ত ছাত্রদের স্যানিটাইজ করিয়ে বাড়িতে পৌঁছে দেন বি.ডি.ও প্রশান্ত বর্মন। বি.ডি.ও প্রশান্ত বর্মন বলেন, "রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী এই মুহুর্তে স্কুলে পঠন পাঠন করা যাবে না। অথচ সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করেই এই স্কুলে চলছিল পঠন পাঠন। আমি প্রত্যেক অবিভাবকের সঙ্গে কথা বলবো। স্কুলের প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হবে।"