নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি নির্বাচনে হার হয়েছে শশী থারুরের। তাকে হারিয়ে জয় পেয়েছেন মল্লিকার্জুন খাড়গে। এবার এই বিষয়ে মুখ খুললেন শশী থারুর।
তিনি বলেন, "আমি বিচলিত নই। এটা শুরু থেকেই পরিষ্কার ছিল যে আমার প্রতিপক্ষের (এম খড়গে) পক্ষে দলের বেশিরভাগ সদস্য রয়েছেন"।