নিজস্ব সংবাদদাতা, দিঘাঃ হাতে গোনা ৩ দিন পর বাঙালির কালীপুজো। আর তার আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। ফলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলোর উৎসবের মরশুমে দুর্যোগের আশঙ্কায় দিঘায় আগাম সতর্কবার্তা জারি করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আগামী ২২ অক্টোবর অর্থাৎ শনিবার থেকে ২৪ অক্টোবর, সোমবার পর্যন্ত দিঘায় পর্যটকদের সমুদ্রে নামার ব্যাপারে সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি মৎস্যজীবীদেরও সমুদ্রে না নামার ব্যাপারে সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এব্যাপারে প্রশাসনের তরফে দিঘা সৈকতে মাইকিং শুরু করা হয়েছে।