নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড় পুলিশ মাওবাদী অধ্যুষিত এলাকায় শক্তিশালী 'পাইপ বোমা' উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। সন্দেহের তীর মাওবাদীদের দিকে।
লোহার পাইপে প্যাক করা বিস্ফোরকটি, যার ওজন ১০ কেজি, যাকে পাইপ বোমাও বলা হয়, জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) একটি দল যখন অনুসন্ধান অভিযানে বেরিয়েছিল তখন কোয়ালিবেদা থানার সীমানার অন্তর্গত টেকাপার গ্রামের কাছে বাজেয়াপ্ত করা হয়েছিল বলে জানান আন্তাগড়ের সাব পুলিশ বিভাগীয় কর্মকর্তা অমরনাথ সিদার। বিস্ফোরকটি পরে বোম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস) দ্বারা নিষ্ক্রিয় করা হয়।