Bharat jodo yatra: কঠিন পরিশ্রমের ফল মিলবে বলে আশাবাদী রাহুল গান্ধী

author-image
Harmeet
New Update
Bharat jodo yatra: কঠিন পরিশ্রমের ফল মিলবে বলে আশাবাদী রাহুল গান্ধী



নিজস্ব সংবাদদাতাঃ
১ মাস ধরে ভারত জোড়ো যাত্রার ডাক দিয়েছেন কংগ্রেস সাংসদ ও নেতা রাহুল গান্ধী। দীর্ঘদিন ধরে একাধিক রাজ্যে পা মেলাচ্ছেন কংগ্রেস নেতা। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রায় যোগ দিচ্ছেন প্রচুর কর্মী-সমর্থক।







 ভারতের যৌথ সফরটি এখন পর্যন্ত প্রায় ১০৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছে। পায়ে হেঁটেই গোটা দেশকে আলাদা বার্তা দিতে চাইছেন রাহুল গান্ধী। এদিকে 'ভারত জোড়ো যাত্রা'কে তাঁর কাছে তপস্যা হিসেবে বর্ণনা করে রাহুল গান্ধী বলেন, তাঁর লক্ষ্য ছিল মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের সমস্যা বোঝা এবং এই যাত্রার মাধ্যমে তাঁর উদ্দেশ্য পূরণ হচ্ছে।