বাজি কারখানায় বিস্ফোরণে মৃত কমপক্ষে ৩

author-image
Harmeet
New Update
বাজি কারখানায় বিস্ফোরণে মৃত কমপক্ষে ৩

নিজস্ব সংবাদদাতাঃ  অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে তিনজনের। সাতজন গুরুতর জখম হওয়ার পাশাপাশি নিখোঁজ হয়েছেন একজন। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বানমোড় পুলিশ স্টেশনের অন্তর্গত মোরেনা এলাকায়। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকায়। এখনও কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পরে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয় বানমোড় নগরের জয়িতপুর রোড এলাকার একটি বাড়িতে। ওখানে অবৈধভাবে বাজি তৈরি করার পাশাপাশি স্টোর করে রাখা হত। এর ফলে নিমিষে আগুন ছড়িয়ে পরে সমস্ত বাজি বিস্ফোরিত হতে থাকে। এর ফলে বিল্ডিংটি ভেঙে পড়ে ঘটনাস্থলে থাকা অনেক শিশু, মহিলা ও পুরুষ চাপা পরে যায়। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে তিন জনের মৃতদেহ উদ্ধার হওয়ার পাশাপাশি সাত জনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এখনও ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু, মহিলা ও পুরুষ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


এ প্রসঙ্গে চম্বল রেঞ্জের আইজি রাকেশ চাওলা জানান, এখন পর্যন্ত ওই অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ফলে তিন জনের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ থাকার পাশাপাশি জখম হয়েছেন সাতজন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছেন বলে সন্দেহ করা হচ্ছে।