রাশিয়ার বিরুদ্ধে ভোট, মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

author-image
Harmeet
New Update
রাশিয়ার বিরুদ্ধে ভোট, মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার অপরাধে মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইউক্রেনের চারটি আংশিক অধিকৃত অঞ্চলকে সংযুক্ত করার নিন্দা জানিয়ে তিনি ভোট দিয়েছিলেন।
জানা গিয়েছে, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার ‘অবৈধ সংযুক্তির প্রচেষ্টা’র বিষয়টিকে ভোটাভুটির মাধ্যমে নিন্দা জানায়। এই প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার সংযুক্তিকরণকে স্বীকৃতি না দিতে আহ্বান জানায় জাতিসংঘ। মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনার কার্যালয়ের দুই সিনিয়র কর্মকর্তা বলেছেন, রাশিয়াকে নিন্দা জানানোর প্রস্তাব সমর্থনে যারা ভোট দিয়েছেন, তাদের একজন হওয়ার কারণে পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড র‌্যান্ড্রিয়ামান্দ্রাতোকে বরখাস্ত করা হয়েছে।