নিজস্ব সংবাদদাতা : আগামীকাল কেদার-বদ্রী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেদারনাথে যাবেন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পর্যালোচনা ও উদ্বোধন করতে। তীর্থযাত্রীরা বলছেন, 'চমৎকার অভিজ্ঞতা হচ্ছে। রোপওয়ে সহ বিভিন্ন সংযোগ প্রকল্পগুলি বয়স্কদের এবং যারা ব্যয়বহুল ভ্রমণ পরিষেবা বহন করতে পারে না তাদের সাহায্য করবে।'
অন্যদিকে, বদ্রীনাথে প্রধানমন্ত্রী প্রার্থনা করতে প্রায় ১১৩০ ঘন্টা মন্দির পরিদর্শন করবেন। এই অঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলি ভবিষ্যতে সাহায্য করবে বলে জানান শ্রী বদ্রীনাথ ধামের প্রধ্ন পুরোহিত ঈশ্বরপ্রসাদ নাম্বুথিরি ভিসি।
PM Narendra Modi will visit Badrinath in Uttarakhand on 21st Oct.
PM will visit the temple around 1130 hours to offer prayers. The development projects in this region will help in future: Easwaraprasad Namboothiri VC, Chief Priest, Shri Badrinath Dham pic.twitter.com/hoivmxDlz0