নিজস্ব সংবাদদাতাঃ ‘সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জামে’ আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার মধ্যে চার্জ দিয়ে রাখার পরামর্শ দিয়েছে ইউক্রেনের জাতীয় জ্বালানি কোম্পানি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারণে লোডশেডিংয়ের শঙ্কা থেকে এ পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সঞ্চালক কর্তৃপক্ষ ইউক্রেনেরগো বলছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় টানা চার ঘণ্টা পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ জন্য ফোন, পাওয়ার ব্যাংক, টর্চ ও ব্যাটারি চার্জ দিয়ে রাখার আহ্বান জানিয়েছে কোম্পানিটি। সঞ্চালক কোম্পানিটি ইউক্রেনীয়দের জল মজুত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিবার ও বন্ধুদের জন্য উষ্ণ মোজা ও কম্বল রাখার বিষয়টিও নিশ্চিত করার আবেদন জানিয়েছে। ইউক্রেনেরগো বলেছে, এই বিধিনিষেধ সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কার্যকর হবে। তবে কোন এলাকায় ঠিক কখন তা প্রয়োগ করা হবে, আঞ্চলিক সঞ্চালক কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে তা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।