নিজস্ব প্রতিনিধি: বিরোধী রাজনীতিবিদ, সাংবাদিক এবং অন্যান্যরা ইজরায়েলি স্পাইওয়্যারের লক্ষ্য ছিল এই অভিযোগে পেগাসাস কেলেঙ্কারির বিশেষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট একগুচ্ছ আবেদনের শুনানি করবে।
প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এই আবেদনের শুনানি করবে। বিচারপতি সূর্য কান্ত বেঞ্চের দ্বিতীয় বিচারক।
প্রবীণ সাংবাদিক এন রাম এবং শশী কুমার, সিপিএম সাংসদ জন ব্রিটাস এবং অ্যাডভোকেট এমএল শর্মা শীর্ষ আদালতে আবেদন করেছেন যাতে তারা সরকারকে নির্দেশ দেয় যে তারা জানাক, স্পাইওয়্যারের জন্য লাইসেন্স পেয়েছে নাকি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করেছে - কোনও ধরণের নজরদারি চালানোর জন্য।