নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি স্কুলে বৃহস্পতিবার রাশিয়া রকেট হামলা চালিয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের উপ-প্রধান কিরিলো তিমোশেঙ্কো বলেন, "আজ সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাশিয়ান সন্ত্রাসীরা কোমিশুভাখা গ্রামের একটি শিশুদের বিশেষায়িত স্কুলের এলাকায় একটি রকেট হামলা চালায়"। তিনি বলেন, 'ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।'