দলে দলে খেরসন ছেড়ে যাচ্ছে মানুষ

author-image
Harmeet
New Update
দলে দলে খেরসন ছেড়ে যাচ্ছে মানুষ

নিজস্ব সংবাদদাতাঃ হঠাৎই ইউক্রেনের খেরসন ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার মানুষ। সেই সঙ্গে রাশিয়ার নিয়োগ করা কর্মী-আধিকারিকরাও। এই অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে। সদ্য গণভোট করে এলাকাটিকে রুশ ফেডারেশনের অন্তর্ভূক্ত বলে দাবি করেছে মস্কো। কিন্তু আচমকা এলাকা ফাঁকা করে করে লোকজন চলে যাচ্ছেন। রুশ সেনাবাহিনীর এক কম্যান্ডারের ‘স্বীকারোক্তি’, দক্ষিণ ও পূর্ব ইউক্রেন পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন। ইউক্রেনের হামলার মুখে তারা এতটাই চাপে যে সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেন অবশ্য বলছে, এ-ও এক রণকৌশল। কায়দা করে ইউক্রেনীয়দের যুদ্ধবন্দি করছে রাশিয়া। প্রয়োজনে তাঁদেরই মানববর্ম হিসেবে ব্যবহার করা হবে। 


ক্রেমলিনের নিযুক্ত খেরসন প্রধান ঘোষণা করেছেন, ‘‘নিপ্রো নদীর ধার ঘেঁষে চারটি শহর থেকে সুসংগঠিত ভাবে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হবে।’’ দু’দিন আগে এই এলাকা ইউক্রেনের দখলে ছিল। আন্তর্জাতিক আইনে ওই অঞ্চল এখনও ইউক্রেনেরই। রুশ হামলায় তছনছ হয়ে গিয়েছে সাজানো শহর। যদিও রাশিয়ার দাবি, ইউক্রেনীয় বাহিনী তাদের লোক ও সাধারণ বাসিন্দাদের নিশানা করছে। এত দিন রাশিয়া যে ভাবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে, ইউক্রেনও তাই করছে।