নিজস্ব সংবাদদাতাঃ অতি পরিচিত কম্পিউটার এবং ল্যাপটপ নির্মাতা সংস্থা বলছে, নরম সুতির কাপড়ে আইসোপ্রোপাইল লাগিয়ে, তা দিয়ে কিবোর্ড পরিষ্কার করা উচিত। পর্দাও একই ভাবে সাফ করা যেতে পারে। সাফাই শুরু করার আগে অবশ্যই যন্ত্রটি বন্ধ করে দিতে হবে এবং সম্ভব হলে ধুলো পরিষ্কার করে নিতে হবে। আর কখনও আইসোপ্রোপাইল কিবোর্ডে স্প্রে করা যাবে না।