নিজস্ব সংবাদদাতাঃ অগ্নিকাণ্ডের জেরে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার জার্কাতার সবথেকে বড় মসজিদের চূড়া। তবে এই দুর্ঘটনার ফলে কেউ হতাহত হননি। জানা গেছে, জার্কাতা ইসলামিক সেন্টার গ্রান্ড মসজিদটি সংস্কার করা হচ্ছিল। স্থানীয় সময় বুধবার দুপুর তিনটে নাগাদ ওই মসজিদে আগুন লাগার কথা জানতে পারেন দমকলের কর্মীরা। এরপরই ঘটনাস্থলে গিয়ে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। ১০টি ইঞ্জিনের সাহায্যে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভেঙে পড়ে মসজিদের মাথা থাকা বিশালাকারের চূড়াটি। এই ঘটনার সময় চারিদিক আগুনের লেলিহান শিখায় আলোকিত হয়ে পড়েছিল। আর ধোঁয়ায় ঢেকে গেছিল গোটা এলাকা।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই মসজিদটি সারানো হচ্ছিল। আচমকা বুধবার আগুন লেগে মসজিদের চূড়া ভেঙে পড়ে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। ওখানে যে শ্রমিকরা কাজ করছিলেন তাঁদের জেরা করে আগুন লাগার কারণ খোঁজার চেষ্টা চলছে।