রাস্তার মাঝে বাঁদরের খন্ডযুদ্ধ

author-image
Harmeet
New Update
রাস্তার মাঝে বাঁদরের খন্ডযুদ্ধ

​নিজস্ব সংবাদদাতাঃ রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঁদরের দল। তাও একেবারে রণং দেহি মূর্তিতে। দু’দল বাঁদরের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধেছে একদম রাস্তার উপরেই। পরিস্থিতি এতই জটিল যে, গাড়ি নিয়ে যাওয়াটাই মুশকিল। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছেন চালকরা। এই বুঝি গাড়ির মধ্যে ঢুকে পড়বে বাঁদর, কিংবা ঘটে যাবে কোনও অঘটন। একসঙ্গে এত বাঁদর থেকে সত্যিই ভয় ধরে গিয়েছে পথচলতি লোকজনের। কিন্তু কী এমন হয়েছে ওই বাঁদরদের যে এভাবে সম্মুখ সমরে নেমেছে তারা? এলাকা দখল নাকি খাবারের ভাগ, কী নিয়ে ক্ষেপে গিয়েছে এই বানর সেনারা? জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে তাইল্যান্ডের লোপবুরিতে। রাস্তাজুড়ে বাঁদরদের উৎপাতে থেমে গিয়েছে সমস্ত যান চলাচল। সূত্রের খবর, খাবারের ভাগ-বাটোয়ারা নিয়েই নাকি দু’দল বাঁদরের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। ক্রমশ তা ভয়াবহ আকার নিয়ে নেয়। জানা গিয়েছে, এই দুই বাঁদরের দল একে অন্যের প্রতিপক্ষ। আর তাই খাবারের সংকুলান হতেই একে অপরের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে পড়েছে। করোনার দাপটে দীর্ঘদিন ধরে পর্যটকের আনাগোনা কমেছে তাইল্যান্ডে। আর তাই ওদের খাবারের অভাব দেখা দিয়েছে স্পষ্ট ভাবে। এই খাবারের অভাবের কারণেই শয়ে শয়ে বাঁদর রাস্তার উপরেই লড়াইয়ে নেমে পড়েছে।