নিজস্ব সংবাদদাতা: বুধবার ইউক্রেনের ৪ টি রাশিয়ার দখল করা এলাকায় সামরিক আইনের ঘোষণা করেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। যার মধ্যে রয়েছে ডোনেটস্কও।
এবার স্বঘোষিত ডোনেটস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর মস্কো-নিযুক্ত প্রধান ডেনিস পুশিলিন রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এই সিদ্ধান্তকে "সময়োপযোগী" বলে অভিহিত করেছেন।