ইউক্রেনের একাধিক এলাকায় সামরিক আইন ঘোষণা পুতিনের

author-image
Harmeet
New Update
ইউক্রেনের একাধিক এলাকায় সামরিক আইন ঘোষণা পুতিনের


নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের দখল পেতে মরিয়া পুতিন। এই লক্ষ্যে বুধবার রাশিয়ানদের দখলে থাকা ইউক্রেনের ৪ টি এলাকায় সামরিক আইন জারির ঘোষণা করেছেন। 

Russia-Ukraine war live updates: Leave Ukraine at earliest by all means,  India issues advisory - The Times of India

দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরঝিয়ায় সামরিক আইন জারির ঘোষণা করেছে পুতিন। ফলে ইউক্রেনের পক্ষে এই অঞ্চলগুলি নিজেদের দখলে আনা আরও বেশি কঠিন হয়ে পড়লো বলে মনে করা হচ্ছে।

Russia giving soldiers Viagra to rape Ukrainians, UN envoy says: Report |  World News - Hindustan Times