নিজস্ব সংবাদদাতাঃ ডাচ সরকার বুধবার নিশ্চিত করেছে যে তারা নভেম্বরে কাতার বিশ্বকাপে একটি প্রতিনিধি দল পাঠাবে। "মন্ত্রিসভা প্রধান ক্রীড়া ইভেন্টগুলিতে যথারীতি একটি সরকারী প্রতিনিধি দল পাঠাতে চায়, " ডাচ পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোকস্ট্রা এবং ক্রীড়ামন্ত্রী কনি হেল্ডার সংসদে একটি যৌথ বিবৃতিতে বলেছেন।
কাতার বিশ্বকাপ আয়োজনের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। যার অন্যতম ইস্যু কাতারে মানবাধিকার। অভিযোগ, সেখানে মানব অধিকার লঙ্ঘিত হয়েছে যথেচ্ছ হারে। ফুটবলারদের একাংশ এ ব্যাপারে সরব হয়েছেন।