নিজস্ব সংবাদদাতাঃ চলতি ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচকে তাই পাখির চোখ করছে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের আগে কলকাতায় সাংবাদিক সম্মেলনে কমলজিৎ সিং বলেছেন, "আমরা অত্যন্ত ইতিবাচক। আমরা ধাপে ধাপে ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের ফোকাস এখন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের দিকে। এই ম্যাচে ভালো কিছু করে দেখানোর ব্যাপারে আমরা আশাবাদী।"