New Update
হরি ঘোষ, দুর্গাপুরঃ ফাঁড়া রয়েছে কপালে। বাড়ি নয় অন্য কোথাও রেখে আসতে হবে ছেলেকে। এক জ্যোতিষের এমন কথা শুনে কলকাতার টালিগঞ্জ থেকে ছেলেকে মামার বাড়ি দুর্গাপুরের কাঁকসার খাটপুকুরে পাঠিয়ে দিয়েছিলো মা-বাবা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। ছেলের নিথর দেহ মামার বাড়ির সামনে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বাঁশকোপা সংলগ্ন এলএনটি মোড়ের কাছে একটি কালভার্টের নীচ থেকে উদ্ধার হলো। মৃতের নাম ধীরাজ রায়।
বছর ১৯-এর ধীরাজ মামার বাড়ি থেকে সাইকেল নিয়ে গত রবিবার ঘর থেকে বেরিয়েছিল, এরপর থেকে নিখোঁজ ছিল। প্রচন্ড দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা প্রথম ঢাকনা খোলা ঐ কালভার্টের সামনে এসে দেখেন নীচের জলে পড়ে রয়েছে এক যুবকের দেহ। সাথে সাথে খবর দেওয়া হয় কাঁকসা থানাকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কালভার্ট-এর নীচ থেকে যুবকের সাইকেল উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত কালভার্টের ঢাকনা খোলা থাকাতে এই দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্ট-এর এই ঢাকনা খোলা রয়েছে, আর এতেই বাড়ছে দুর্ঘটনা। অবিলম্বে জাতীয় সড়কের এই অংশের সার্ভিস রোড খুলে দেওয়ার দাবি জানিয়েছে তারা। এটা না হলে দুর্ঘটনার সংখ্যা আরো বাড়বে বলে জানান স্থানীয়রা।
death
kolkata
india
bengal
westbengal
Durgapur
news
highway
anmnews
bengalinews
latestnews
breakingnews
kolkatanews
kanksha
importantnews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate