দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে মালিক সহ গুরুতর আহত আরো দুই কর্মী। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুশপাতা এলাকার ঘটনা।
জানা যায়, খাবারের দোকানে কাজ করছিলেন মালিক সহ আরো দুই কর্মী। হঠাৎ আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে। সাথে সাথেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ঘটনাস্থলেই ঝলসে যান দোকানের মালিক গৌতম মহাপাত্র সহ আরো দুই কর্মী। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন সহ ঘাটাল থানার পুলিশ। গুরুতর আহত তিন ব্যক্তিকেই পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বহু দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রয়েছে ঘাটাল থানার পুলিশ। কি কারনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখছে দমকলের কর্মীরা।