সুদীপ ব্যানার্জী, কোচবিহার : কোচবিহারে তোর্ষা নদীর ভাঙনে আতঙ্কিত কোচবিহার-২ ব্লকের মধুপুর এলাকার বাসিন্দারা। বেশ কিছু কৃষিজমি ইতিমধ্যেই নদীর গর্ভে চলে গিয়েছে। একাংশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী ভাঙন রুখতে প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে এই বিষয়ে মধুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন তোর্ষার ভাঙনের বিষয়ে ব্লক প্রশাসন ও জেলা সেচ দপ্তরে জানানো হয়েছে । ভাঙন রুখতে দ্রুত পদক্ষেপ করা দরকার।শনিবার জেলা সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার শুভজিৎ মণ্ডল জানিয়েছেন, দপ্তরের তরফে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে।প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।